সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত সিফাত মন্ডলের ছেলে বাচ্চু মিয়ার সাথে একই গ্রামের মৃত ইবারত আলীর ছেলে আবুল কালাম মাসুদ এর বোরো ধানের জমিতে পানি দেয়া নেয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন পূর্বে কলোহ-বিবাদ শুরু হয়। সেই সূত্র ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, মুঞ্জুর আলী, আব্দুর রহিম, মুসা আলম,সাকিব ও উজ্জল মিয়া।
আহতদের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া জিউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করলেও আসামী পক্ষের লোকজন নানা ভাবে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করছে। ফলে মামলা দায়ের করেও বাদির পরিবার আসামীদের ভয়ে নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসি জানায়, কামারপাড়া গ্রামের মৃত ইবারত আলী মন্ডলের ছেলে উক্ত আবুল কালাম মাসুদ মিয়া এবং একই গ্রামের মৃত সিফাত মন্ডলের ছেলে বাচ্চু মিয়ার মধ্যে বোরো ধানের জমিতে পানি দেয়া-নেয়াকে কেন্দ্র করে বেশ কিছু দিন আগে কলোহবিবাদ সৃষ্টি হয়।
পরে থানা পুলিশের হস্তক্ষেপে ঘটনাটি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে আপোষ মিমাংসা হয়ে যায়। কিন্তু এলাকার প্রভাবশালী মাসুদ মিয়া থানার মিমাংসা মেনে নিতে না পেরে প্রতিপক্ষের লোকজনকে দেখে নেয়া হবে মর্মে নানা ভাবে হুমকী-ধামকি ও শাসন গর্জন করতে থাকে।
এরই এক পর্যায়ে গত ২৫ মে বেলা অনুমান ৩ ঘটিকার সময় বাচ্চু মিয়ার পক্ষের লোকজন নিজ দখলীয় জমি দেখতে গেলে প্রতিপক্ষের মাসুদ মিয়া তার লোকজন নিয়ে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র- স্বস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালায়। এতে বাচ্চু মিয়ার পক্ষের ওই চার জন আহত হয়। এই ঘটনায় আসামী পক্ষের লোকজন বাদির পরিবারকে নানা ভাবে হুমকী-ধামকী,ভয়ভীতি প্রদর্শন অব্যহত রেখেছে বলে বাদী পক্ষের লোকজনের অভিযোগ।
থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, কামারপাড়া গ্রামে হামলার ঘটনায় আহত ৫ জন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় ১০ থেকে ১২ জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।